নীলফামারীর কিশোরগঞ্জে মাদকসেবীর ৩ মাস জেল

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : মাদকাসক্ত ছেলের আচরণে অতিষ্ঠ এলাকাবাসী ও মা। উপায় না পেয়ে মা মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকাসক্ত ছেলেকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা জরিমানা করে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী সন্ন্যাসীপাড়া আশ্রয়ণ এলাকায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদকসেবন করে লিয়ন মিয়া (২৫)। ভ্রাম্যমাণ আদালত পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে মাদকসহ লিয়ন মিয়াকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা জরিমানা করে।
আরও পড়ুনদন্ডিত লিয়ন মিয়া মৃত আব্দুল কাফির ছেলে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা ঘটনার সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন