করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সফলতার পাশাপাশি সৎ ও সত্যবাদী হতে হবে : মোজাম্মেল হক

স্টাফ রিপোর্টার : বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালে এসএসসি পাস করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় প্রতিষ্ঠান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও দৈনিক করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক।
অনুষ্ঠানের শুরুতেই এবার ওই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে এসএসসি পাস করা তিনজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, বিদ্যালয় যদি একটি বই হয়, তবে সেই বইয়ের শেষ পাতায় এখন আমরা দাঁড়িয়েছি। দীর্ঘ দশটি বছর এই বিদ্যায়তনে আমরা লেখাপড়া করেছি।
আমাদের লেখাপড়ার পেছনে যেমন বাবা-মা’র অবদান রয়েছে তেমনি ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের অবদান রয়েছে। তাদের শাসন, ভালোবাসা ও দিক-নির্দেশনার কারণে আমাদের শুধু ভালো ফলাফলই হয়নি, নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খল হতেও শিখিয়েছে।
এসএসসিতে ১৩শ’র মধ্যে ১২৬১ নম্বর পাওয়া রুকাইয়া বিনতে রানা বলেন, আমরা শিক্ষা জীবনের মাত্র একটি ধাপ অতিক্রম করলাম। বাকি ধাপগুলোও যেন সফলতার সাথে পার করতে পারেন সেজন্য রুকাইয়া শিক্ষকদের কাছে দোয়া চান। ১২৫৭ নম্বর পাওয়া ফারিহা ইসলাম বলেন, আমাদের এই ফলাফলের পেছনে বাবা-মা’র পাশাপাশি শিক্ষকদের সার্বক্ষনিক নজরদারি কাজ করেছে। ১২৫২ নম্বর পেয়ে পাস করা তাসফিয়া মাহজাবিন বলেন, এই প্রতিষ্ঠানে আমরা ভালো ফলাফল করার পাশাপাশি ভালো মানুষ কীভাবে হতে হয়, সেই দীক্ষাও পেয়েছি। তাই আপনারা দোয়া করবেন আমরা যেন সফল মানুষ হওয়ার পাশাপাশি ভালো মানুষও হতে পারি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অসিত কুমার সরকার, উপাধ্যক্ষ আঞ্জুমান আরা বেগম, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক করতোয়ার নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকা এবং চৌধুরী খালেকুজ্জামান বাবু।
এছাড়া বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষক আলফাজ উদ্দীন, জীববিজ্ঞানের শিক্ষক সাদিয়া এনাম এবং গণিতের শিক্ষক বায়েজিদ রশিদ, এসএসসি পাশ করা কৃতি শিক্ষার্থী সিয়াম আল হাসান, মুনতাহিনা, মো. শফিউল হক, অভিভাবক তানজিলা আক্তার বর্ণা।
শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, আজ তোমরা কৃতি শিক্ষার্থী হিসেবে যেভাবে অভিনন্দন পেলে আমরা চাই জীবনের প্রতিটি ধাপে তোমরা এভাবে অভিনন্দিত হও। একজন শিক্ষকের স্বার্থকতা তখন যখন তার শিক্ষার্থীরা সফল হয়।
আরও পড়ুনআমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তোমরা শিক্ষা জীবনের মাত্র একটি ধাপ সফলতার সঙ্গে অতিক্রম করলে। এরপরে উচ্চ মাধ্যমিকের দুটি বছর তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ ওই দুটি বছরই তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তোমরা আগামীতে চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক বা সরকারি কর্মকর্তা হবে উচ্চ মাধ্যমিকের দুটি বছরই তা নির্ধারণ করবে।
তাই আগামীতে তোমাদের ভালো ফলাফল যেন অব্যাহত থাকে সেই চেষ্টা করতে হবে। অতিথিরা আরও বলেন, কর্মজীবনে সফল মানুষ হওয়ার পাশাপাশি তোমাদের ভালো মানুষ হতে হবে। মানুষ হিসেবে ভালো না হলে সেই সফলতার কোন দাম থাকে না। এক সময় তা ম্রিয়মান হয়ে যায়।
সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, আজ তোমাদের কৃতিত্বের অংশীদার হতে পেরে আমরাও গর্ববোধ করছি। আমরা চাই তোমাদের এমন কৃতিত্ব আগামীতে যেন অব্যাহত থাকে। পাশাপাশি তোমাদের সৎ ও সত্যবাদী হতে হবে।
পরিশ্রম করে তোমরা যদি অনেক বড় ও সফল মানুষ হও কিন্তু তোমাদের মধ্যে সততা ও সত্যবাদিতা না থাকে তবে জীবনের কোন না কোন একটি সময় তোমরা বিফল হবে। পরিশ্রম করে সেই সফল হওয়ার কোন মূল্য থাকে না। তাই তোমরা সবাই সফল ও ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে।
দশম শ্রেণির শিক্ষার্থী রূপক বিন রহমান ও আয়শা সিদ্দিকার সঞ্চালনায় আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে অতিথি ও শিক্ষকরা ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে তাদের সংবর্ধিত করে।
মন্তব্য করুন