কোল্ডপ্লে’র কনসার্টে কিস ক্যামে ধরা পড়লেন মেসি-রোকুজ্জো

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি কোল্ডপ্লে’র কনসার্টে গিয়ে মুখ পুড়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমার-এর সিইও অ্যান্ডি বায়রনের। স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে কোল্ডপ্লে’র শো দেখতে গিয়েছিলেন তিনি। প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। আর সেই দৃশ্য ‘কিস ক্যাম’ স্ক্রিনে ভেসে উঠতেই তোলপাড় দুনিয়া। এবার সেই কিস ক্যামে ধরা পড়লেন আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি।
রোববার (২৭ জুলাই) রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে লিওনেল মেসি হাজির হয়েছিলেন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। তবে ফুটবল খেলার জন্য নয়, কোল্ডপ্লে’র কনসার্ট উপভোগ করতে। সেই কনসার্টের কিস ক্যাম স্ক্রিনে ধরা পড়ে মেসি ও তার স্ত্রী রোকুজ্জো। কনসার্ট দেখতে মেসি সাদা ঢিলেঢালা হাওয়াই শার্ট, কালো প্যান্ট ও স্নিকার পরে এসেছিলেন। অপরদিকে তার স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জো পরেছিলেন কালো স্লিভলেস টপ আর ব্যাগি প্যান্ট।
আরও পড়ুনইএসপিএন জানিয়েছে, স্টেডিয়ামের একটি প্রাইভেট স্যুইটে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে কনসার্ট উপভোগ করতে এসেছিলেন মেসি। ৩৮ বছর বয়সি আর্জেন্টাইন কিংবদন্তিকে কনসার্টে বেশ খোশমেজাজেই দেখা গেছে। ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে’র যুক্তরাষ্ট্রে এটাই ছিল শেষ শো। কনসার্ট চলাকালীন কিস ক্যামে ধরা পড়া মেসির ভিডিও দেখানো হয় জায়ান্ট স্ক্রিনে। হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়েন মেসি-রোকুজ্জো দু’জনেই। পুরো স্টেডিয়াম ‘মেসি, মেসি’ ধ্বনিতে ফেটে পড়েন। কোল্ডপ্লে’র তারকা গায়ক ক্রিস মার্টিন মেসিকে দেখতে পেয়ে বলেন, ‘আজকে আপনি আমাদের ব্যান্ডের পারফরম্যান্স দেখতে এসেছেন তাই অনেক ধন্যবাদ। মেসি সর্বকালে সেরা তারকা।’ রোকুজ্জো নিজেদের কনসার্টে যাওয়ার ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করার পর অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন।
মন্তব্য করুন