বগুড়ার গাবতলীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যুবদল নেতার ছেলের মৃত্যু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলী পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেনের দুই বছর বয়সী ছেলে সাহারিয়া আফসান নানার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার শান্তিপুর গ্রামে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। আজ সোমবার (২৮ জুলাই) বিকেল আনুমানিক বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে।
গাবতলী পশ্চিমপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহে জানাজা নামাজ শেষে তাকে গাবতলী পশ্চিমপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফণ করা হয়েছে। যুবদল নেতা আনোয়ার হোসেনের ছেলে মৃত্যুতে মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনের সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন এবং জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামসহ আরো অনেকে।
আরও পড়ুনমন্তব্য করুন