চাঁপাইনবাবঞ্জের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পৃথক দু’টি অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল এবং ৩৮০ গ্রাম গাঁজাসহ দু’জন গ্রেফতার করেছে র্যাব। গতকাল রোববার বিকেলে ও সন্ধ্যায় অভিযানগুলো চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলো, শিবগঞ্জের বাররশিয়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সোহেল রানা (২৬) ও সদর উপজেলার লক্ষ্মীপুর বানঝাপাড়া গ্রামের সিরাজুল আলীর ছেলে রাকিব আলী।
গতকাল রোববার রাত সোয়া ৯টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানগুলো নিশ্চিত করা হয়। র্যাব জানায়, গতকাল রোববার বিকেল সোয়া ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার লক্ষ্মীপুর কামারপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনের পাকা সড়কের উপর থেকে ৩৮০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হয় রাকিব আলী।
আরও পড়ুনএছাড়াও সন্ধ্যা ৬টায় শিবগঞ্জ বাজার এলাকায় ইসলামী ব্যাংক শাখার নিচে অভিযান চালিয়ে বিক্রির জন্য আমের ক্যারেটে (ঝুড়িতে) রাখা ৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন সোহেল রানা। এ সব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলেও জানায় র্যাব।
মন্তব্য করুন