বগুড়ায় ছাত্রলীগের সদস্য আরিফুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শাজাহানপুর থানার পুলিশ শহরের সরকারি শাহ-সুলতান কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. আরিফুল ইসলাম (২৫) ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল এলাকার মো. ইব্রাহিম আলীর ছেলে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান ধৃত আরিফুলের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন