ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে ডাকাতিতে এক যুবক!

ছবি : সংগৃহীত,স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে ডাকাতিতে এক যুবক!

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর বিলাসী জীবন-যাপনের চাহিদা মেটাতে না পেরে চাকরি ছেড়ে ডাকাতির পথ বেছে নিয়েছেন নববিবাহিত এক যুবক। ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ডিগ্রিধারী এই যুবক চাকরি ছেড়ে বিয়ের কয়েকদিনের মধ্যেই ডাকাতিতে জড়িয়ে পড়েন। অভিযুক্ত যুবককে বিয়ের মাত্র এক মাস পরেই পুলিশ গ্রেফতার করে।

শনিবার (২৬ জুলাই) সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের জয়পুরে। পুলিশের জালে সেই ব্যক্তি ধরা পড়ার পর বেরিয়ে আসে এই ঘটনা। পুলিশের ভাষ্য অনুযায়ী, স্ত্রীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তিনি ভালো বেতনের চাকরি ছেড়ে ডাকাতির মতো জঘন্য অপরাধের পেশা বেছে নেন।

 
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় প্রকাশ্যে এক নারীর গলা থেকে সোনার চেন ছিনতাই হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতের পরিচয় জানতে পারে।

আরও পড়ুন

 
পরিচয় মিলতেই শুরু হয় অভিযান। গত শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যুবকের নাম পারিক, যিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা।
 
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক জানান, স্ত্রীর বিলাসী জীবনযাত্রার চাহিদা মেটাতেই তিনি চাকরি ছেড়ে ডাকাতির মতো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন।
 

প্রাথমিক তদন্তে জানা গেছে, যুবকের স্ত্রী তাকে অর্থ এবং বিলাসবহুল জীবন-যাপনের জন্য চাপ দিচ্ছিলেন। চাপের কাছে নতি স্বীকার করে যুবক একটি বেসরকারি কোম্পানির নির্বাহীর চাকরি ছেড়ে দেন এবং তার স্ত্রীর চাহিদা মেটানোর জন্য অপরাধের পথ বেছে নেন।
 
ইন্ডিয়া টুডে বলছে, যুবক আরও কোনো অপরাধে জড়িত আছেন কিনা এবং তার অন্য কোনো সহযোগী আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে। এছাড়া যুবকের এই অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে স্ত্রী অবগত ছিলেন কিনা তদন্তকারীরা তাও খতিয়ে দেখছেন।
 
সূত্র: ইন্ডিয়া টুডে, সংবাদ প্রতিদিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান দেশে ফিরে গণতন্ত্র যাত্রায় নেতৃত্ব দেবেন: জাহিদ হোসেন

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে: প্রসিকিউশন

রাজনৈতিক দলগুলো শিগগির ‘জুলাই সনদ’ সই করবে : প্রধান উপদেষ্টা

শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি: প্রকৃতি মিশ্র

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে ১২ দিন

হাবিবুরসহ আটজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ