ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

চোরের অভিনব কান্ড

বগুড়ার ছাতিয়ানগ্রামে গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেল চোরচক্র

বগুড়ার ছাতিয়ানগ্রামে গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেল চোরচক্র

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তহার পাশের ছাতিয়ানগ্রামে নীলকন্ট বসাক নামের এক ব্যবসায়ীর গোয়ালঘরের তালা কেটে একটি গরু জবাই করে চামড়া রেখে মাংস নিয়ে গেছে চোরচক্র। ঘটনাটি ঘটেছে ছাতিয়ানগ্রাম বসাকপাড়ায়। থানায় অভিযোগ হওয়ার পর আজ রোববার (২৭ জুলাই) সকালে পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নামে।

গরুর মালিক নীলকন্ট বসাক জানান, গত শুক্রবার সন্ধ্যায় প্রতিদিনের মতো গরুটিকে খাওয়ানোর পর তিনি গোয়াল ঘরে রেখে সান্তাহার হাউজিং কলোনির বাসায় চলে যান, পুরো বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে চোর চক্রটি বাড়ির প্রধান গেট এবং গোয়ালঘরের গেটের তালা কেটে গরুটি চুরি করে নিয়ে যায়। এরপর তার বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে শিমুলতলী নামক একটি ইউক্যালিপ্টাস বাগানে জবাই করে সেখানে চামড়া ফেলে রেখে মাংস নিয়ে চলে যায়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

ওই এলাকার আব্দুল মতিন নামের এক পুকুর পাহাড়াদার বলেন, নীলকন্ট বসাক সপরিবারে সান্তাহারে থাকেন। তিনি রাতে পুকুর পাহাড়ার পাশাপাশি তার গরুটির দিকেও খেয়াল রাখতেন। শুক্রবার রাতে চোরেরা গোয়ালঘর থেকে গরুটি নির্জন বাগানে নিয়ে গিয়ে জবাই করে মাংস চুরি করে পালিয়ে যায়। সকালে গোয়ালঘরের তালাকাটা দেখে স্থানীয়রা তাকে জানালে তিনি গরু খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিমুলতলীর ইউক্যালিপ্টাস বাগানে গরুর চামড়া, রশি, গোবর পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি, খুব শিগগিরই চোর চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ৮শ’ পিস ট্যাপেন্টাডলস ১ গ্রেফতার

বগুড়া নন্দীগ্রামে সংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু উদ্ধার, দোকানে দোকানে অভিযান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে লাল শাপলায় ভরে গেছে মওয়ামারী বিল

দেশের ৮ বিভাগীয় শহরে মাদক আদালত স্থাপন করা হবে : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মহাপরিচালক হাসান মারুফ