কুড়িগ্রামের নাগেশ্বরীতে লাল শাপলায় ভরে গেছে মওয়ামারী বিল

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাগেশ্বরীতে রক্তকমল বা লাল শাপলায় ভরে গেছে মওয়ামারী বিল, সেজেছে মনোমুগ্ধকর সাজে। দেখতেই মন কেড়ে নেয় সেই সৌন্দর্য্য। ভীষণ মুগ্ধ প্রকৃতি প্রেমীরা। নয়নাভিরাম জলাশয়টির অবস্থান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের মওয়ামারী গ্রামে।
দিনের শুরুতে আলোক রশ্মির বর্ণচ্ছটায় হেসে উঠে ফুলগুলো। বেলা বাড়ার সাথে সাথে সূর্যরশ্মি ছড়িয়ে পড়লে তারা নিজেকে গুটিয়ে নেয়। গোধূলিতে যেন মেঘমালার রাজ্যে রূপসীদের মঝে হারিয়ে যায়, ফের রাতে জেগে উঠে। পাতায় খেলা করে রঙ্গিণ প্রজাপতি। উড়াউড়ি করে ভ্রমর। লুকোচুরি খেলে জলচর পাখি। মৃদু বাতাসে দোল খায় ফুলগুলো। অপার আনন্দে মেতে উঠে প্রকৃতি। অনন্য সৌন্দর্যে রুপ নেয় জলাশয়টি। ভিড় জমে সৌন্দর্য পিপাসুদের।
স্থানীয় স্কুল শিক্ষক হরচন্দ্র বর্মন ফন্টু জানান, প্রতিদিন ভোরের আলো ফুটতেই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে তরুণ-তরুণী, কিশোর-কিশোরীসহ নানা বয়সের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদের কেউ ছুঁয়ে দেখে স্নিগ্ধ, সতেজ ফুল-পাপড়ি, পাতা। নিষেধ করা সত্ত্বেও অনেকেই এক গোছা ফুল তুলে গুজে দেন প্রেয়সীর খোপায়। চলে সেলফি, ফটো তোলা।
আরও পড়ুনইশরাত জাহান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জেনে এসে রক্তকমলের এমন অপার সৌন্দর্য দেখে মুগ্ধ তিনি। এমন ভালোলাগা নিয়ে তৃপ্ত মনে প্রতিদিন বাসায় ফিরে যায় অনেকেই।
জলাশয়টির মালিক আবু সিদ্দিক জানান, প্রতিবছর বর্ষায় রক্তকমলে ছেঁয়ে যায় এটি। আর একে ঘিরে এখানে ভীড় জমে সৌন্দর্য পিপাসুদের, যা ভালই লাগে। তবে অন্য বছরের তুলনায় এ বছর মানুষের উপস্থিতি অনেক বেশি।
মন্তব্য করুন