ভিডিও সোমবার, ২৮ জুলাই ২০২৫

বগুড়ায় ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু উদ্ধার, দোকানে দোকানে অভিযান

বগুড়ায় ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু উদ্ধার, দোকানে দোকানে অভিযান। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের চুড়িপট্টিসহ বিভিন্ন মার্কেটের দোকানে দোকানে অভিযান চালিয়ে ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং ধারালো চাকু ও দুইটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ডিবি ও সদর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এসব ধারালো অস্ত্র উদ্ধার করে। এ সব চাকু গৃহস্থালির কাজের পাশাপাশি এখন মানুষকে ছুরিকাঘাত ও খুনের কাজে ব্যবহৃত হচ্ছে বলে একাধিক  পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ শহরের চুড়িপট্টিসহ কয়েকটি মার্কেটে ধারালো চাকু উদ্ধারে  অভিযান পরিচালনা করে। অভিযানকালে শহরের চুড়িপট্রি এলাকার সাদেক স্টোর ও সোবাহানের স্টোর থেকে মোট ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং ধারালো চাকু ও দুইটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

এছাড়া আরও কয়েকটি মার্কেটের দোকানেও তল্লাশি চালানো হয়। এ সময় দোকান মালিকদেরকে জব্দকৃত চায়নিজ ফোল্ডিং চাকু কেনা-বেচা ও মজুদ করণ সম্পর্কে সচেতন করা হয়। তাছাড়া সাধারণ জনগণকে এই ধরনের ফোল্ডিং চাকুর অপব্যবহার সম্পর্কেও সচেতন করা হয়।

আরও পড়ুন

এর আগে জেলা পুলিশ সুপার জেদান আল মুসা শহরের চুরিপট্টিসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের ধারালো চাকু সংগ্রহ ও বিক্রি করতে নিষেধ করেছিলেন। সেইসাথে তিনি সাতমাথা এলাকায় এ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং শহরের জনসাধারণকে সচেতন করেন। কিন্তু তারপরও কতিপয় ব্যবসায়ী এসব চাকু বিক্রি করে আসছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা জসীমের কবরেই সমাহিত হবেন ছেলে রাতুল

ঢাকায় ৩ ঘন্টায় ৯ মিলিমিটার বৃষ্টি, থাকবে সোমবারও

বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপেড় ছোবলে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৮শ’ পিস ট্যাপেন্টাডলস ১ গ্রেফতার