নওগাঁর ধামইরহাটে চুরি যাওয়া ট্রাক উদ্ধার : গ্রেফতার ২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে চুরি যাওয়া ট্রাক থানা পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে। পুলিশ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। টানা কয়েক দিনের চেষ্টায় চুরি হওয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-১৯৮৬) উদ্ধার করা হয়। গতকাল শনিবার ভোরে রাজধানীর গাবতলীর মধুমতি টাউন এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (২৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ওসি ইমাম জাফর। গ্রেফতারকৃত আসামিরা হলো, উপজেলার দক্ষিণ চকযদু এলাকার আবদুল খালেকের ছেলে আবু ইউসুফ (২৪) ও জয়পুরহাট জেলার কালাই উপজেলার নানাহাট এলাকার জাহিদুল ইসলামের ছেলে তাইফুল ইসলাম (৩৫)।
অফিসার ইনচার্জ (ওসি) আরও জানান, গত ১৯শে জুলাই ভোর রাতে উপজেলার টিএন্ডটি এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। পরে ট্রাকের মালিক মো. আলমগীরের হোসেনের পক্ষে তার শ্যালক উপজেলার উত্তর চকযদু এলাকার রবিউল ইসলাম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে ধামইরহাট থানার ওসির নিদের্শনায় এবং এস.আই মনিরুজ্জামানসহ ৪জনের একটি টিম কয়েক দিন ধরে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার গাবতলী এলাকার মধুমতী মডেল টাউন এলাকার একটি গ্যারেজ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
আরও পড়ুনট্রাক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আসামি আবু ইউসুফকে উত্তরার দিয়াবাড়ি থেকে এবং তাইফুল ইসলামকে কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রাক চুরির ঘটনার মামলা চলমান রয়েছে। ট্রাকের মালিক বগুড়ার শাহজাহানপুর এলাকার আলমগীর হোসেন জানান, আমি চাকরির পেনশনের টাকায় মাত্র ৯মাস আগে ট্রাকটি ৪০ লাখ টাকায় কিনেছিলাম।
এর মধ্যে চুরির ঘটনায় আমি দিশাহারা হয়ে পড়েছিলাম। আল্লাহর রহমতে এবং থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে ট্রাকটি ফেরত পেয়েছি। চুরির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
মন্তব্য করুন