ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত, ছবি: দৈনিক করতোয়া ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে গেট বন্ধ থাকা সত্বেও রেললাইনে ক্রসিং পারা হওয়ার সময় নাছিম আহমেদ জয় (২৬) নামের এক মেরিন প্রকৌশলী মোটরসাইকেলসহ চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে।  রোববার (২৭ জুলাই) বেলা দেড় টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের প্রধান গেটে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। রেলওয়ে থানা পুলিশ তার খন্ত বিখন্ড মরদেহ উদ্ধার করেছে। নিহত নাছিম আহমেদ জয় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে একজন মেরিণ প্রকৌশলী বলে জানা গেছে। 

সান্তাহার রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে লালমনিহাট হাট থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল । সেই মুহুর্তে মোটর সাইকেল আরোহী নাছিম আহমেদ জয় তার মোটারসাইকেল চালিয়ে গেট বন্ধ থাকা সত্বেও গেটের ভিতর প্রবেশ রেলক্রসিং এর ভিতর দ্রুত রেললাইন পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কায় প্রায় দেড়শত গজ দুরে ছিটকে পড়ে সে খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন

পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে নিহত জয়ের স্বজনরা থানায় ছুটে আসেন এবং সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওনা টাকার জন্য ভারতীয় অল-রাউন্ডারের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের সাবেক ডিসি এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

অবৈধ পথে বিদেশ গমন ও মানবপাচার

তীব্র স্রোতের কবলে পড়ে মেঘনায় শ্রমিকসহ ডুবলো বালুবোঝাই বাল্কহেড

নওগাঁর মান্দায় ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত

বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড