চার বছর পর ১৭ ধাপ এগিয়ে শীর্ষ দশে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিংয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ১৭ ধাপ লাফ দিয়ে মোস্তাফিজ এখন যৌথভাবে নবম, যেখানে আছেন ভারতের পেসার অর্শদীপ সিংও। দ’ুজনের রেটিং পয়েন্ট সমান ৬৫৩। ২০২১ সালের অক্টোবরের পর টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন মোস্তাফিজ।
পাকিস্তানের বিপক্ষে সিরিজজয়ে বড় অবদান রেখেছেন মুস্তাফিজ। তিন ম্যাচের সিরিজে তিনটি উইকেট নিয়েছেন মাত্র সাত রান গড়ে। তার বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার মিলল আইসিসি র্যাঙ্কিংয়ে। শুধু মুস্তাফিজ নয়, উন্নতি হয়েছে আরও বেশ কয়েকজন বোলারের। শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। দ্বিতীয় ম্যাচে ২৫ রানে ২ উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। তানজিম সাকিবও ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে, তার সঙ্গে আছেন ভারতের কুলদীপ যাদব। এছাড়া তাসকিন আহমেদ ১ ধাপ এগিয়ে আছেন ২৭ নম্বরে, শরিফুল ইসলাম ১৪ ধাপ উঠে ৪৩ নম্বরে। হাসান মাহমুদ ৪ ধাপ পিছিয়ে নেমেছেন ৪০ নম্বরে। রিশাদ হোসেন তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে।
আরও পড়ুনটাইগার ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় লাফ তানজিদ হাসান তামিমের। র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করে ৩৭ নম্বরে উঠে এসেছেন তিনি। ১৭ এগিয়েছেন ৫৩ নম্বরে জায়গা করে নিয়েছেন জাকের আলী। ২২ ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন ইমন। তিনি ৬৩ নম্বরে উঠে এসেছেন। তাওহিদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে আছেন। তার সঙ্গী কুইন্টন ডি কক। এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তিনি আছেন ৪৫ নম্বরে। টি-টোয়েন্টি দলে জায়গা হারানো নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে এখন ৭৩তম স্থানে।
মন্তব্য করুন