ভিডিও সোমবার, ২৮ জুলাই ২০২৫

নিষেধাজ্ঞার মুখে মেসি!

নিষেধাজ্ঞার মুখে মেসি!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন লিওনেল মেসি। এমএলএস অল স্টার গেমে অংশ না নেওয়াতে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। এমএলএস অল স্টার গেমে বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ ছিল মেক্সিকোর লিগা এমএক্স। ওই ম্যাচে ৩-১ গোলে জিতেছে এমএলএস অল স্টারস। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ জর্ডি আলবা।

 এমএলএসের একজন মুখপাত্র জানান, ইন্টার মায়ামি কর্তৃপক্ষকে আগেই জানিয়ে দেয় যে, এই ম্যাচে ওই দুজন অনুপস্থিত থাকবেন। মেসি গত বছর অবশ্য ইনজুরিতে আক্রান্ত থাকায় অল স্টার গেম খেলতে পারেননি। মেজর লিগ সকার তথা এমএলএসের নিয়ম অনুযায়ী অল স্টার গেমে যেসব খেলোয়াড় ইনজুরি আক্রান্ত নন এবং খেলতে অস্বীকৃতি জানাবেন, তাদের একম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে। যদি সেটা অনুসরণ করা হয় তাহলে শনিবার মায়ামির ঘরের মাঠের ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টাইন অধিনায়ক। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ এফসি সিনসিনাটি।  

আরও পড়ুন

এমএলএস কমিশনার ডন গারবার মেসির নিষেধাজ্ঞা প্রশ্নে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, ‘আগামী সপ্তাহান্তের খেলা নিয়ে যেটাই হোক না কেন, সেটা নিয়ে আজ আমরা কিছু বলবো না। যেহেতু ম্যাচটা সপ্তাহান্তের আগে নয়, তাই আমাদের এখনই সেই প্রশ্নের উত্তর দিতে হবে না। আমরা প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোচ্ছি।’ গারবার এটা স্বীকার করেছেন, মেসি সম্প্রতি টানা ম্যাচের মধ্য দিয়ে গেছেন। ৩৫ দিনে ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন খেলেছেন ৯টি ম্যাচ। তার মধ্যে ক্লাব বিশ্বকাপে ৪টি এবং ঘরোয়া প্রতিযোগিতায় ৫টি। সবগুলোতে মাঠে ছিলেন পুরো ৯০ মিনিট। অবশ্য ঠাসা সূচি থাকার পরেও মেসিকে কোনও ধরনের চোটে ভুগতে দেখা যায়নি। গত সপ্তাহে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে জয়ে জোড়া গোল করেছেন। তাছাড়া মেজর লিগ সকারে ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। তাদের মোট গোল ১৮।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা জসীমের কবরেই সমাহিত হবেন ছেলে রাতুল

ঢাকায় ৩ ঘন্টায় ৯ মিলিমিটার বৃষ্টি, থাকবে সোমবারও

বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপেড় ছোবলে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৮শ’ পিস ট্যাপেন্টাডলস ১ গ্রেফতার