ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

‘জাতীয় দলের খেলার সঙ্গে মিল রেখে ঘরোয়া ক্রিকেটের ফ্রেইমওয়ার্ক ঠিক করতে হবে’ 

‘জাতীয় দলের খেলার সঙ্গে মিল রেখে ঘরোয়া ক্রিকেটের ফ্রেইমওয়ার্ক ঠিক করতে হবে’ , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেটীয় নানা উন্নয়নে ব্যস্ত সময় পার করছেন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দীর্ঘদিন ধরে কাজ করেছেন আইসিসি’র হয়ে। যে কারণে অনেক দেশের সঙ্গে কাছ থেকে কাজ করার অভিজ্ঞতার রয়েছে বুলবুলের। এবার জাতীয় দলের স্কোয়াড গঠন, মানদণ্ড ও কাঠামো নিয়ে তিনি কথা বলেছেন।

শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বুলবুল আফগানিস্তানের উদাহরণ টেনে বলেন, ‘কীভাবে ইমার্জিং ও হাইপারফরম্যান্স দল গঠন করা হবে এবং কোন মানদণ্ডের ভিত্তিতে হাইপারফরম্যান্স থেকে খেলোয়াড়রা জাতীয় দলে যাবে সেগুলো অত্যন্ত কঠোরতার সঙ্গে যাচাই করত আফগানিস্তান।’ খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছ ও কঠিন একটি পদ্ধতি থাকতে হবে বলে মনে করেন বুলবুল, ‘দল নির্বাচনে একটা পদ্ধতি থাকা উচিত। সে অনুসারে খেলোয়াড়দের খেলার সুযোগ দেওয়া যাবে। (দলে আসতে হলে) সেই পদ্ধতি ও ফ্রেমওয়ার্কের মধ্যেই তাদের পারফরম্যান্স করতে হবে। ওইটা না থাকলে আমরা আমাদের লক্ষ্য হারিয়ে ফেলব।’

আরও পড়ুন

আন্তর্জাতিক সূচির সঙ্গে ঘরোয়া টুর্নামেন্টের ফরম্যাটে মিল রাখলে প্রস্তুতির সঠিক প্রয়োগ হবে জানিয়ে বিসিবি প্রধান বলেন, ‘জাতীয় দলের খেলার সঙ্গে মিল রেখে ঘরোয়া ক্রিকেটের ফ্রেইমওয়ার্ক ঠিক করতে হবে। যেমন আমাদের দল যদি টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলতে যায়, তাহলে এশিয়া কাপের আগে ঘরোয়া ক্রিকেট অবশ্যই টি-টোয়েন্টি ফরম্যাটে হতে হবে। এভাবে সবকিছু বিশ্লেষণ করতে হবে। সবকিছুই আমরা ধীরেধীরে প্রয়োগ করব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় ৪ বাড়িতে হামলা ও লুটপাট

বগুড়ার শেরপুরে দুর্ধর্ষ ডাকাতি 

নিহত মাহাতাবের কবরে বিমানবাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা

নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে:নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ডিসির সঙ্গে ৪২ সংগঠনের বৈঠক

বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত