ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত

বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত

বরিশালে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ৫ আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভায় বিএনপির সিনিয়র নেতাকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।

আজ রোববার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে অডিটোরিয়ামে ৫ আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভা চলছিলো। ওই সভায় আমাকে দাওয়াত দেওয়া হয়নি। পরবর্তীতে আমি দাওয়াত না পেয়েও ওই সভায় যাই। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান ও তার ভাইয়ের ছেলে জসিম শরীফ আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে আমার সমর্থকরা প্রতিবাদ করেন। একপর্যায়ে অডিটোরিয়ামের ভেতরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমি আমার সমর্থকদের শান্ত করি। এরই মধ্যে হান্নান শরীফের সমর্থকরা আমার সমর্থকদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দুজনকে আহত করেছে।

তিনি আরও বলেন, অডিটোরিয়ামের ঘটনাকে কেন্দ্র করে হান্নান শরীফের সমর্থকরা আমার কর্মী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রমজানকে গৌরনদী বাসস্ট্যান্ডে একা পেয়ে পিটিয়ে জখম করে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

অপরদিকে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, শান্তিপূর্ণ সভা চলাকালে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে আমার দুই-তিন কর্মীকে মারধর করেছে।

এ বিষয়ে ছাত্রদল নেতা জসিম শরীফের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গে ১০০ সিনেমা হল বানাচ্ছেন প্রসেনজিৎ

পাওনা টাকার জন্য ভারতীয় অল-রাউন্ডারের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের সাবেক ডিসি এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

অবৈধ পথে বিদেশ গমন ও মানবপাচার

তীব্র স্রোতের কবলে পড়ে মেঘনায় শ্রমিকসহ ডুবলো বালুবোঝাই বাল্কহেড

নওগাঁর মান্দায় ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত