নাটোরের সিংড়ায় জামায়াত-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ১০

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টায় ঘটনাটি ঘটে।
সংঘর্ষে আহত জামায়াতে ইসলামীর সমর্থকরা হলেন উপজেলা চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নাজমুল (৩৫), সেক্রেটারি জাহিদুল ইসলাম, ফরিদ ফর্দু (৪৫), স্বপন (৩০), সাগর (২৫) এছাড়াও গ্রামের স্বপনের মেয়ে সুমাইয়া খাতুন (১০) আহত হয়।
অপরদিকে আহত বিএনপি সমর্থকরা হলেন চক কালিকাপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে হাবিল (৩৫), কাবিল (৪৫), কাউসার (২৫), কোরবান। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ উপলক্ষে ৫ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মো. নাজমুল কয়েকজন নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিয়ে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেন।
আরও পড়ুনএ নিয়ে বিএনপি সমর্থক হাবিল, কাবিল, কাউসাররা ক্ষুব্ধ হন। সমাবেশ থেকে ফেরার পর চক কালিকাপুর গ্রামের ভেজালের মোড় এলাকায় জামায়াতের সভাপতি নাজমুল ও সেক্রেটারি জাহিদুল ইসলামের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জামায়াত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
মন্তব্য করুন