সিরাজগঞ্জের চৌহালীর দেয়ালে নতুন করে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের গ্রাফিতি

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে দেয়ালগুলোয় ভেসে উঠেছে ‘পানি লাগবে পানি’ মুগ্ধের পানি বিলানো, আবু সাঈদের সেই আত্মত্যাগের মুহূর্ত, রক্তাক্ত ৩৬ জুলাই, স্বাধীন গণভবনসহ জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন উল্লেখযোগ্য মুহূর্ত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের রঙিন এসব গ্রাফিতি।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর অংশ হিসেবে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এমন দৃশ্য চোখে পড়ে। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে।
এদিকে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষকগণ গ্রাফিতি আঁকা স্থান পরিদর্শন করেন। সীমানা প্রাচীরে অঙ্কিত প্রতিযোগিতার গ্রাফিতি ও চিত্রাঙ্কনগুলো ঘুরে দেখেন অতিথিরা এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন।
খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন, গত বছর গণঅভুত্থানের ভূমিকা দেখেছেন সকলে।
এই গ্রাফিতির মাধ্যমে দেশের মানুষের মনে অধিকারের দাবি ফুটে উঠেছে। সেসময় আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, গ্রাফিতির মাধ্যমে আমরা তাদের স্মরণ করি। আর যারা ওইসময় গ্রাফিতি একে অভ্যুত্থানকে বেগবান করেছে তাদের অবদানও কোনো অংশে কম ছিল না।
মন্তব্য করুন