ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর জানাযা সম্পন্ন

মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর জানাযা সম্পন্ন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষিকা বিমান দুর্ঘটনায় ২০জন ছাত্রের প্রাণ বাঁচিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়া নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বগুলাগাড়ী চৌধুরী পরিবারের সন্তান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ভাতিজি মাহরিন চৌধুরীর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জানাযায় শোকার্ত মানুষ তাকে শেষ বিদায় জানান। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা থেকে সোয়া ৩টায় তার মরদেহ আসার পর তাকে এক নজর দেখতে তার বাবার বাড়িতে ভিড় করেন সাধারণ মানুষ।

এদিকে জানাজা শুরুর আগে তার স্বামী মনসুর উপস্থিত শোকার্ত মানুষের উদ্দেশ্যে বলেন, তার স্ত্রী এই এলাকার শিক্ষা বিস্তারে কাজ করছিলেন এবং বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হয়েছিলেন। তার জন্য দোয়া প্রত্যাশা করে তিনি আরও বলেন,  আমার স্ত্রী আপনাদের অনেক ভালোবাসতেন। আজকের এই উপস্থিতি তারই প্রমাণ। আমার এই দুর্দিনে আমার পরিবারের পাশে যারা আছেন সকলের কাছে আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, মাহরীন চৌধুরী একজন আলোকিত মানুষ ছিলেন। কারো প্রতি কখনো অন্যায় করেননি এবং অন্যায় কাজে জড়াননি। শিক্ষা বিস্তারে তিনি কাজ করছিলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন