সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্যান চালক হত্যা রহস্য উন্মোচন গ্রেফতার ৪

উল্লাপাড় (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিবন্ধী জেলহক হত্যাকান্ডের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উন্মোচিত হয়েছে হত্যা রহস্য। গতকাল সোমবার সিরাজগঞ্জ পুলিশ সুপার মো: ফারুক হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মো: হাফিজুল ইসলাম (৪০), মো: জাকারিয়া হোসেন (৩০), মো: মঞ্জেল সরদার (৪০), মো: ওমর ফারুক (২৫)।
এরা সবাই উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বাসিন্দা। আসামিরা গতকাল সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দীতে হত্যার উদ্দেশ্য ও এই ঘটনার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
আরও পড়ুনখুনিদের গ্রেফতার অভিযানে অংশ নেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাফিজুর রহমান, উল্লাপাড়া সার্কেলের এএসপি আসাদুজ্জামান শাকিল, গোয়েন্দা শাখার ওসি একরামূল হোসাইন, উল্লাপাড়া থানার ওসি মো: রাকিবুল হসান, ডিবি পুলিশের এস.আই নাজমুল হক, শরিফুল ইসলাম এবং উল্লাপাড়া থানার এস.আই সুমন মাহমুদ প্রমুখ।
মন্তব্য করুন