বগুড়ার কাহালুতে মসজিদে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে এক ব্যক্তি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার নারহট্ট উচ্চ বিদ্যালয়ের পিছনে অবস্থিত এক’শ বছরের একটি পুরাতন মস্জিদে যাওয়ার রাস্তটি বন্ধ করে দিয়েছে নারহট্ট কাচারী পাড়া গ্রামের একব্যক্তি। রাস্তাটি খুলে দেয়ার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে গতকাল সোমবার দুপুরে কাহালু উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে যে ওই মস্জিদে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ আশে-পাশের মুসুল্লিগণ নামাজ আদায় করে থাকেন।
কয়েক বছর আগে মসজিদের উত্তর পাশে সরকারি খাস জায়গাটি নারহট্ট কাচারী পাড়া গ্রামের আবু জাফর মন্ডল তার দখলে নিয়ে সেখানে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে বাগান গড়ে তুলেছেন। আর ওই বাগানের উপর দিয়ে মসজিদে যাওয়ার একটি রাস্তা ছিল। সম্প্রতি ওই ব্যক্তি মসজিদের যাতয়াতের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে একেবারে বন্ধ করে দিয়েছেন।
যার কারণে কোন মুসুল্লি মস্জিদে যেতে পারছেননা। তবে মসজিদটির অবস্থানও সরকারি জায়গার উপরে। মসজিদের রাস্তা বন্ধ করার বিষয় নিয়ে এলাকায় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে বলে। তবে রাস্তার বিষয় নিয়ে সোমবার দুপুরে আবু জাফর মন্ডলের সাথে কথা বলতে গেলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
আরও পড়ুনতবে তিনি শুধু একটি কথা বলেন আমার কোর্টের কাগজ আছে। এ ব্যাপারে আজ মঙ্গলবার (২২ জুলাই) কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীবের সাথে কথা বলা হলে তিনি অভিযোগ পেয়েছেন বলে জানান। তিনি আরও বলেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সহকারি কমিশনার (ভুমি)কে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন