বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপলক্ষে মেট্রোরেলের বিশেষ ট্রেন সার্ভিস

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের যাতায়াত সহজ করতে আজ মঙ্গলবার (২২ জুলাই) ঢাকায় মেট্রোরেলের সময়সূচিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ম্যাচ উপলক্ষে দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আজ অতিরিক্ত তিনটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী অতিরিক্ত ট্রেনগুলো ছেড়ে যাবে রাত ৯:১৫, ১০:০০ এবং ১০:১৫ মিনিটে। একইভাবে, মতিঝিল স্টেশন থেকেও উত্তরা উত্তরের দিকে তিনটি ট্রেন ছাড়বে রাত ৯:৫৫, ১০:৪০ এবং ১০:৫৫ মিনিটে।
রাত ১০:১৫ মিনিট পর্যন্ত সব স্টেশনেই সিঙ্গেল জার্নি টিকিট কাউন্টার খোলা থাকবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই বর্ধিত সময়সূচি শুধুমাত্র আজকের দিনের জন্য প্রযোজ্য। সাধারণ নিয়ম অনুযায়ী, প্রতিদিন রাত ৯টায় উত্তরা উত্তর থেকে এবং রাত ৯:৪০ মিনিটে মতিঝিল থেকে দিনের শেষ মেট্রোরেল ছেড়ে যায়।
আরও পড়ুনম্যাচ শেষ করে যেন দর্শনার্থীরা নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মন্তব্য করুন