স্টেডিয়ামে খাবার-পানি নিয়ে ঢোকায় আবারও নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক : স্টেডিয়ামে খাবার ও পানি নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা ছিল। সেই নিয়ে শত অভিযোগ, কত বিড়ম্বনা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে স্বস্তি ফিরেছিল, টাইগারদের ক্রিকেট বোর্ড খাবার নেওয়ার অনুমতি দিয়েছিল। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে আবারও জারি করেছে নিষেধাজ্ঞা।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে আজ ও ২৪ তারিখের ম্যাচে আগের দিনের মতো খাবার বা পানি সঙ্গে নিতে পারবে না দর্শকরা। কারণ হিসেবে নিরাপত্তার কথা বলেছে ক্রিকেট বোর্ড। ‘বিশেষ নিরাপত্তাজনিত কারণ’ উল্লেখ করে বিসিবি বলেছে, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের আগামী ২২ এবং ২৪ জুলাই অনুষ্ঠিতব্য ২য় ও ৩য় টি-টোয়েন্টি খেলা দেখতে দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’
আরও পড়ুনআজ শোকের আবহে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামবে স্বাগতিকরা। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সিরিজ জিতলে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি উৎসর্গ করবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।
মন্তব্য করুন