ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

আহতদের জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসক দল আসছে : শ্রম উপদেষ্টা

আহতদের জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসক দল আসছে : শ্রম উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে। এমনটাই জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। তারা আহতদের পর্যবেক্ষণ করে দেখবে এবং যদি প্রয়োজন হয়, তখন তাদের এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে, যা যা প্রয়োজন, তাই করা হবে। যতজনকে বিদেশে নেওয়া দরকার, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।’ সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘হাসপাতালে যারা চিকিৎসাধীন, তাদের অনেকের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। বিষয়টি নিয়ে চিকিৎসকেরা চিন্তিত।’

আরও পড়ুন

বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বিমান দুর্ঘটনা নানা কারণে হয়ে থাকে। পাইলট এরর (পাইলটের ভুলে) হতে পারে, আবার টেকনিক্যাল ত্রুটিও হতে পারে। ব্ল্যাকবক্স বিশ্লেষণের আগে নিশ্চিত করে বলা যাবে না এটি পাইলটের ভুল না প্রযুক্তিগত ত্রুটি।’ পুরোনো মডেলের বিমান দিয়ে প্রশিক্ষণের ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে শ্রম উপদেষ্টা বলেন, ‘বিমানের ফ্রেম পুরোনো হলেও ভেতরের ইঞ্জিন ও যন্ত্রাংশ নিয়মিত আপডেট করা হয়।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কোথায় হবে, সে বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই আন্দোলনের চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা

দেশ যেভাবে চলছে জনগণ ক্ষুব্ধ: জামায়াত আমির

বেতারের জন্য গাইলেন সাব্বির- অনন্যা

নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

সঙ্গীতাঙ্গনে পথচলার রজত জয়ন্তীতে ময়মনসিংহের নজরুল দ্বীপ

১৫ রানে ৫ উইকেট নেই পাকিস্তানের