ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের দল নেতা মো. রইচ উদ্দিন।

নিহতরা হলেন- মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার সুরুজ মিয়ার ছেলে মোশারফ হোসেন (৪০) ও একই এলাকার জোনাব আলীর ছেলে জদু মিয়া (৩৫)। তারা দুজনই নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জাঙ্গালিয়া জামে মসজিদের সেপটিক ট্যাংকের কাজ সম্পন্ন করা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সদ্য নির্মাণ করা সেপটিক ট্যাংকের কাজের তদারকি করতে যান দুই নির্মাণ শ্রমিক মোশারফ হোসেন ও জদু মিয়া। প্রথমে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন মোশারফ হোসেন। ভেতরে মোশারফের কোনো সাড়াশব্দ না পেয়ে জদু মিয়াও নামেন। অনেক সময় পরও তারা দুজনই সেপটিক ট্যাংক থেকে না বের হলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। স্থানীয়রা উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তাদেরকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সালেহ মাহাদী  জানান, দুইজন নির্মাণ শ্রমিককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার অনেক আগেই তারা দুইজন মারা গেছেন। 

আরও পড়ুন

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দল নেতা রইচ উদ্দিন জানান, মসজিদের সেপটিক ট্যাংকের ভেতরে নেমে দুইজন নিখোঁজ হন। খবর পেয়ে বিকেল ৫টার দিকে দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে আবদ্ধ জায়গায় বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে।

মাদারগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, দুজন নির্মাণ শ্রমিকের মরদেহ সুরতহাল করা হয়েছে। নিহতের স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন