ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে টিসিবি পণ্য বিতরণে স্বেচ্ছাচারিতার অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ীতে টিসিবি পণ্য বিতরণে স্বেচ্ছাচারিতার অভিযোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় টিসিবি‘র পণ্য বিতরণে ডিলারশিপ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী টিসিবি কার্ডধারীরা ৮ কিলোমিটার দূরের কেন্দ্র থেকে পণ্য সংগ্রহ করতে বাধ্য হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই বিষয়ে দ্রুত সমাধানের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেতকাপা ইউনিয়নের কয়েকজন ডিলার কর্তৃপক্ষ টিসিবি পণ্য বিতরণে নিয়ম লঙ্ঘন করছেন। নিয়মানুসারে ৩ ও ৬ নং ওয়ার্ডে পণ্য বিতরণ করার কথা থাকলেও, ডিলাররা ৮ কিলোমিটার দূরে অবস্থিত ১ নং ওয়ার্ড থেকে পণ্য বিতরণ করছেন। এর ফলে টিসিবি কার্ডধারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী টিসিবি কার্ডধারী নাজমুল হক প্রধান জানান, ৮ কিলোমিটার দূর থেকে পণ্য সংগ্রহ করতে গিয়ে প্রতি কার্ডধারীর যাতায়াত বাবদ কমপক্ষে ৮০-৯০ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। এতে টিসিবি পণ্য ক্রয়ে আর্থিক সুবিধা পাওয়ার পরিবর্তে উল্টো তাদের আর্থিক ক্ষতি হচ্ছে।

আরও পড়ুন

ভুক্তভোগীরা অনতিবিলম্বে টিসিবি কার্ডধারীদের নিজ নিজ ওয়ার্ড থেকে পণ্য বিতরণের দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এর সাথে কথা হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব