নির্বাচনে হেরেও ক্ষমতা ছাড়তে চান না জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ক্ষমতাসীন জোট পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, এখনই ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। রোববার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটাররা ভোট দেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নির্বাচনটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের শুল্কের হুমকি নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং তাদের ছোট জোটসঙ্গী কোমেইতো’র ওপর জনসাধারণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনা এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির ওপর চাপ সৃষ্টিকারী ভোক্তা মূল্যবৃদ্ধির মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করার জন্য পদে বহাল থাকবেন। ইশিবা বলেন, ‘আমি পদে থাকব এবং এই চ্যালেঞ্জগুলো সমাধানের পথ তৈরি করার জন্য আমার সব ধরনের ক্ষমতা ব্যবহার করব।’ যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি কথা বলতে চান বলেও জানান ইশিবা।
আরও পড়ুনরোববারের নির্বাচনে ইশিবার জোট ২৪৮ আসনের কাউন্সিলর হাউসের মধ্যে ৪৭টি আসন জিতেছে, যা উচ্চ কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য প্রয়োজনীয় ৫০টি আসনের মধ্যে তিনটি আসন কম। আরও একটি আসনের ফল ঘোষণা বাকি আছে বলেও জানানো হয়েছে। উচ্চকক্ষের অর্ধেকের মতো আসনে রোববার ভোটগ্রহণ হয়েছে। এর সদস্যরা ছয় বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে থাকেন। এর আগে গত বছর দেশটির শক্তিশালী নিম্নকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এবার উচ্চকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারালো তার জোট। এটি জোট সরকারের প্রভাব কমাবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন