ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

নেদারল্যান্ডের এলুয়েট জাতের আলু চাষে রাইয়্যান এগ্রো ফার্মের সফলতা

নেদারল্যান্ডের এলুয়েট জাতের আলু চাষে রাইয়্যান এগ্রো ফার্মের সফলতা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : বদলগাছীতে কোন প্রকার কীটনাশক না ছিঁটিয়ে নেদারল্যান্ডের এলুয়েট জাতের আলু চাষে সফলতা পেল রাইয়্যান এগ্রো ফার্ম। এলুয়েট জাতের আলু চাষ করে সারা ফেলেছে এলাকায়। এই আলুর একটি স্লোগান রয়েছে, নো স্প্রে, নো টেনশন।

আগামীতে এই আলু চাষে উদ্বুদ্ধ হচ্ছে এলাকাবাসী। এগ্রো ফার্মের মালিক তুষার এমরান জানান, এগ্রিকো কোম্পানি থেকে সীডের মাধ্যমে নেদারল্যান্ডের এলুয়েট জাতের আলু বীজ সংগ্রহ করে ১৭ বিঘা জমিতে এই আলু চাষ করা হয়েছে। বীজ সংগ্রহ, মাটি তৈরি, ইউরিয়া সারসহ এই আলু চাষে ১৭ বিঘা জমিতে মোট খরচ হয়েছে ৭ লাখ টাকা। সরেজমিনে গিয়ে দেখা যায় এলুয়েট জাতের আলুর গাছ খুবই সতেজ এবং ডগডগে গাছ। প্রতিটি আলু গাছের আকৃতি খুবই সুন্দর।

পাশেই রয়েছে হাইব্রিড জাতের আলু, তাতে ৩/৪ বার কীটনাশক ছিঁটাতে হয়েছে। এলুয়েট জাতের আলুতে কোন প্রকার কীটনাশক দিতে হয় না। আগাম জাতের এই আলু ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে উত্তোলন করলে ৭০ মন প্লাস  ফলন পাওয়া যাবে। ৭৫/৮০ দিন গাছের বয়স হলে ১২০/৩০ মন পর্যন্ত ফলন পাওয়া যাবে।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, এলুয়েট জাতের আলু বারি আলু ৯০ মত একটি আপগ্রেড ভার্সন। এই আলু লেটব্লাইট রোগ প্রতিরোধ করে। এ কারনে কীটনাশক ছিটাতে হয়না। তাছাড়া অন্যান্য আলুর চেয়ে খরচ কম এবং ফলন বেশী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে আগাছানাশক ছিঁটিয়ে বোরো ধানক্ষেত বিনষ্ট

ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ

স্কুলে শিক্ষার্থীদের শেখ হাসিনার পক্ষে স্লোগান, ভিডিও ভাইরাল

রাত ৮টার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নড়াইলে রাতে নিখোজ পরে বিলে মিলল রক্তাক্ত মরদেহ