মস্কো’র বিমানবন্দরগুলোতে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার (২১ জুলাই) চালানো হামলায় বিশেষ করে মস্কো বিমানবন্দরগুলোতে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। রুশ গণমাধ্যম জানিয়েছে, হাজার হাজার যাত্রী দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন অথবা ফ্লাইট বাতিল বা বিলম্বের কারণে মেঝেতে ঘুমাচ্ছেন।
রাশিয়ার যাত্রী পরিবহনের দিক থেকে সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর শেরেমেতিয়েভোর ভিতরের ভিডিওতে দেখা যায়, যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এবং অনেকে মেঝেতে ঘুমিয়ে পড়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি ১১৭টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ৩০টি ছিল মস্কো অঞ্চলে। এর আগের দিনও তারা ১৭২টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ৩০টি ছিল মস্কো অঞ্চলের।
আরও পড়ুনরাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রোসাভিয়াটসিয়া, রাতারাতি মস্কোর প্রধান বিমানবন্দরগুলো-শেরেমেতিয়েভো, ভনুকোভো, ডোমোদেদোভো এবং ঝুকোভস্কি-তে স্বল্প সময়ের জন্য ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। ফ্লাইট বাতিলের কারণে রাশিয়ার দূরপ্রাচ্যে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন। অন্যদিকে সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো ফেরার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। মস্কো ও আশেপাশের অঞ্চলে অন্তত ২ কোটি ১৫ লাখ মানুষের বসবাস। খবর : রয়টার্স
মন্তব্য করুন