ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

মুক্তাগাছায় ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মুক্তাগাছায় ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহের মুক্তাগাছায় নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ের আরও ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।  

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. হারুন অর রশিদ মামলার দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব, একই এলাকার মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. সোহেল, সরিষাবাড়ী উপজেলার রাধনগর গ্রামের বাসিন্দা রমজান আলী, সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা আব্দুল হাই ওরফে হীরা, একই উপজেলার মির্জাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ এবং মুক্তাগাছা উপজেলার কুমারগাথা গ্রামের বাসিন্দা আব্দুছ সালাম।  

মামলার এজাহার সূত্র জানায়, নিহত নূরুল হক ওরফে আশরাফ আলী পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার মনতলা বাজারে ধান চালের ব্যবসায়ী ছিলেন। ২০০২ সালের ১৯ জুলাই তিনি ব্যবসার কাজে বাজারে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনার পরদিন ২০ জুলাই স্থানীয় মনতলা ব্রিজ সংলগ্ন একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২০০২ সালের ২০ জুলাই নিহতের স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে মামলার দীর্ঘ তদন্তে ৯ জন অভিযুক্ত হয়। তবে মামলার বিচারিক চলাকালীন সময়ে ৩ আসামি মারা যাওয়ায় অন্য ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। বর্তমানে রায় পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।     

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব

আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়

ভেতরে চলছে ভোটগণনা, শিক্ষার্থীরা বাইরে গাইছেন দেশের গান