ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

ভুটান লিগে টাইগ্রেসদের আরও দুই ফুটবলার

ভুটান লিগে টাইগ্রেসদের আরও দুই ফুটবলার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আগে থেকে ভুটান লিগে খেলছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা। এবার তাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের আরও দুই নারী ফুটবলার। বাংলাদেশের দুই ফরোয়ার্ড তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র আজ সোমবার সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা হয়েছেন।

দু’জনই দেশটির রয়্যাল থিম্পু কলেজ এফসি’র হয়ে খেলবেন। ‎প্রথমবারের মতো দেশের বাইরে লিগ খেলতে পেরে আনন্দিত তহুরা বলেছেন, ‘খুব ভালো লাগছে। চেষ্টা করবো পারফর্ম করতে এবং লিগের অভিজ্ঞতা পরবর্তীতে দেশের হয়ে কাজে লাগাতে।’

ভুটানের লিগে এখন বাংলাদেশি নারী ফুটবলারের সংখ্যা ১২। এর মধ্যে থিম্পু সিটিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। পারো এফসিতে সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া রয়েছেন। আর ট্রান্সপোর্ট ইউনাইটেডে ডিফেন্ডার মাসুরা পারভীন, গোলকিপার রুপনা চাকমা ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী খেলছেন । 

আরও পড়ুন

এই ১২ জনের বাইরে আরও তিন ফুটবলার-শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তারের সঙ্গে চুক্তি করেছে পারো এফসি। শিগগিরই তারা ভুটানের লিগে খেলতে যাবেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগের গোপন বৈঠকের পরিকল্পনা তদন্ত শেষে বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা আগামীকাল: এনসিপি

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

কোচিংয়ে ক্লাস নিলেন হাসনাত আব্দুল্লাহ

ওভালে ১৬ উইকেটের দিন

খালি পায়ে ১২ কিমি হেঁটে এসেও বাঁচল না আমির