নওগাঁ পত্নীতলার কঞ্চিপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় সড়কে দাঁড়িয়ে থাকা আম বোঝাই ট্রাকের পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাকের ধাক্কায় চালকের মৃত্যু হয়েছে। পত্নীতলা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের কঞ্চিপুকুর এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা আম বোঝাই ট্রাকে পেছন দিক থেকে আসা অপর একটি আম বোঝাই ট্রাকের ধাক্কা লাগে।
এ সময় উভয় ট্রাকে থাকা ৬জন আহত হয়। দুর্ঘটনা কবলিত গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আফসার আলী (৪০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়।
আরও পড়ুননিহত ট্রাক চালক আফসার আলীর বাড়ি গাজীপুর জেলায়। আহত অন্যান্যরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য, দু’টি ট্রাকই সাপাহার থেকে আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
মন্তব্য করুন