গাজীপুরে মাটির ঘর ধসে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের কাশিমপুরে মাটির ঘরের দেয়াল ধসে তমিজ উদ্দিন দেওয়ান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তমিজ উদ্দিন দেওয়ান গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ী এলাকার মৃত নব্রেস আলী দেওয়ানের ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী ও দুই ছেলে অন্যত্র বসবাস করায় তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে নিজ পৈতৃক মাটির তৈরি ঘরে একাই বসবাস করে আসছিলেন। রোববার দিবাগত রাতে টানা ভারী বর্ষণের সময় ঘরের দেয়াল ধসে পড়ায় তিনি মাটিচাপা পড়ে মারা যান। মঙ্গলবার সকালে পাশের বাড়ির এক প্রতিবেশী বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ঘরের একপাশ ধসে পড়া অবস্থায় দেখতে পান। পরে বৃদ্ধ তমিজ উদ্দিনের মরদেহ ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুনস্থানীয়দের ধারণা, ঘরটি পুরনো ও জরাজীর্ণ ছিল। ভারী বৃষ্টিতে দেয়াল দুর্বল হয়ে ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবারের এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন