বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় দুই যুবলীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোহাইল ইউনিয়নের পান্ডার গ্রামের মৃত বাহার প্রামানিকের ছেলে আইয়ুব আলী (৪৫)। তিনি গোহাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
অপরজন হলেন একই ইউনিয়নের পোয়ালগাছা গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামানিকের ছেলে মিজানুর রহমান মিলন (৪৩)। তিনি গোহাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষকলীগের সহ-সভাপতি। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাদেরকে যথাক্রমে জামাদারপুকুর ও খাদাস বাজার থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনশাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গত ৮মার্চ শাজাহানপুর থানায় দায়েরকৃত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এছাড়া আসামি মিলনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় আরও মামলা রয়েছে।
মন্তব্য করুন