ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : উপাচার্য

সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : উপাচার্য

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “আমাদের শক্তি রাস্তায় উল্টো পথে গাড়ি চালানোয় নয়, হম্বিতম্বি দেখানো কিংবা মারামারির মধ্যে নয়। বরং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই আমাদের প্রকৃত শক্তি নিহিত।”

বৃহস্পতিবার ১৭ জুলাই  ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ আয়োজিত “প্রপঞ্চ ‘জুলাই’: দেখা না দেখা পেরিয়ে” শীর্ষক অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, “আজকের নতুন বাংলাদেশ নির্মাণে কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্রসহ সমাজের নানা স্তরের মানুষের সম্মিলিত অবদান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক দিলে সবাই সাড়া দেন—এটাই আমাদের ঐতিহ্য। তাই সমাজের প্রতিও আমাদের দায় আছে। যারা জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি আমাদের চিরঋণী থাকা উচিত। যদিও সে ঋণ পুরোপুরি শোধ করা সম্ভব নয়, তবুও সম্মান জানানোর চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে।”

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

সেমিনার পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের অধ্যাপক সালমা আক্তার ও অধ্যাপক ড. সামিনা লুৎফা। আলোচনায় বক্তারা জুলাই আন্দোলনের ইতিহাস, প্রভাব এবং ভবিষ্যৎ রাজনৈতিক চেতনার রূপরেখা নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন।
দিনব্যাপী আয়োজনে ছিল সেমিনার, স্মৃতিচারণ, আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সমাপনী বক্তব্যে উপাচার্য সকল শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক ও ঐক্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক প্রতিষ্ঠান নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী নিয়ামক। এই দায়িত্ববোধ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা