ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

‘আমি কোনো রহস্য নিয়ে কথা বলব না’ শাকিব প্রশ্নে মিষ্টি জান্নাত

‘আমি কোনো রহস্য নিয়ে কথা বলব না’ শাকিব প্রশ্নে মিষ্টি জান্নাত, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : শাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ করে প্রায়ই আলোচনায় উঠে আসেন চিত্রনায়িকা মিস্টি জান্নাত। বেশ কয়েকবার শাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সম্প্রতি নতুন আরো কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে। যা ঘিরে অনুরাগীদের মাঝে আবারও গুঞ্জন শুরু হয়েছে।

অনেকেই প্রশ্ন তুলছেন, কিছুদিন পর পর শাকিবের সঙ্গে ছবি প্রকাশ করার রহস্য কী? সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের উত্তরে মিষ্টি জান্নাত বলেন, এসব প্রশ্ন তাকে করে লাভ নেই, বরং শাকিবকেই করা উচিত। অভিনেত্রী বলেন, ‘আমি কোনো রহস্য নিয়ে কথা বলব না। শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না। তিনি বলেন, যদি প্রশ্ন থাকে, আমি সবাইকে পরিষ্কার করতে চাই-শাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন, সে তো প্রেস মিটে যায়। কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারেন না? তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন?’

এর আগে গত বছর শাকিব খানের তৃতীয় বিয়ের যখন গুঞ্জন ওঠে, তখন শোনা যায় পাত্রী হিসেবে ডাক্তার বেছে নিয়েছে শাকিবের পরিবার। সেই থেকে গুঞ্জন, হয়তোবা মিষ্টি জান্নাতই সেই পাত্রী। কারণ অভিনেত্রী পরিচয়ের বাইরেও তিনি একজন দন্ত চিকিৎসক। এ নিয়ে মিষ্টি জান্নাতকে প্রশ্নও ছোড়া হয়। সেই সময় অভিনেত্রী বলেছিলেন, ‘হলেও হতে পারে, দেখা যাক’। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট করেন অভিনেত্রী। জানান, শাকিব খানের সঙ্গে তার কিছুই নেই।

আরও পড়ুন

এবারও সেই একই প্রশ্ন, শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন কিনা? এর জবাবে অভিনেত্রী বলেন, ‘এই জায়গাটা পরিষ্কার করতে পারছি না। তাহলে তো সাসপেন্সটাই থাকবে না। আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকতে হয়, রাখতে চাই-এটাই।’ মিষ্টি জান্নাত বলেন, ‘আর আমি আসলে বেশি কথা বলতে চাই না। কারণ একটা কথা বলি, আর এক একটা অ্যাঙ্গেলে এ নিউজ করে, এগুলো খুবই বিব্রতকর। ব্যাপারটি হচ্ছে যে, সবই ঠিক আছে। কিন্তু এমন এমন ক্যাপশন দেয়! আমি অতকিছু বলতে চাই না। শুধু কম বলতে চাই, ক্যাপশন কম হোক।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার পুলিশ সুপারকে হাইকোর্টে তলব

পাকিস্তানে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ করতে বিল উত্থাপন

৬ দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

এক মিনিট নীরবতা পালন করবে দেশের সব আদালত