ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

পাকিস্তানে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ করতে বিল উত্থাপন

পাকিস্তানে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ করতে বিল উত্থাপন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করতে পাকিস্তানের সিনেটে একটি বিল উত্থাপন হয়েছে। সোমবার একথা জানায় সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সিনেটর সারমাদ আলী ও মাসরুর আহমদ এই বিল উত্থাপন করেন। একে অনলাইনে শিশু নির্যাতন, সাইবার বুলিং এবং ক্ষতিকর বিষয় থেকে সুরক্ষার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।বিলটিতে আইন লঙ্ঘনের জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। যেসব সামাজিক মাধ্যম অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করার অনুমতি দেবে, তাদের ৫০ হাজার থেকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে। এছাড়াও, যারা অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট তৈরিতে সহায়তা করবে তাদের ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।সামাজিক মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের সকল অ্যাকাউন্ট মুছে ফেলার দায়িত্ব পালন করবে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)। এ বিষয়ে নীতিমালা তৈরি এবং বাস্তবায়নের ক্ষমতাও থাকবে তাদের হাতে।

ডিজিটাল নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এমন পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান। এরআগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার জন্য একই ধরনের বিল পাস করে।

আরও পড়ুন

সিনেটর সারমাদ আলী বলেছেন, ডিজিটাল যুগে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এটি সরকারের অগ্রাধিকার। এই বিলের মাধ্যমে অনলাইন ক্ষতির ঝুঁকি হ্রাস করা এবং শিশু ও অভিভাবকদের মধ্যে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করাই লক্ষ্য। এতে শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বিমান দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত  

সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

উত্তরার দুর্ঘটনায় প্যানিক অ্যাটাকের শিকার পরীমনি

শিক্ষার্থীদের ৬ দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে : মাহফুজ আলম

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সহায়তার প্রস্তাব ভারতের

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত: শিক্ষা উপদেষ্টা