ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ফরিদপুরে চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. গোলাম হায়দার

ফরিদপুরের নগরকান্দায় চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. গোলাম হায়দারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার রাতে উপজেলার কোদালিয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তার সঙ্গে তাঁর তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যার হুমকি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।  

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রাজু মোল্লা গতকাল সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মো. গোলাম হায়দারের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী রাতেই অভিযান চালায়। অভিযানে সাবেক ওই সেনা কর্মকর্তা ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

রাজু মোল্লা অভিযোগ করেন, ইউনিয়ন উন্নয়ন প্রকল্প থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন মেজর হায়দার। এতে রাজি না হলে গত ১ জুন তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। পরে ২ জুন সোমবার রাতে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বিমান দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত  

সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

উত্তরার দুর্ঘটনায় প্যানিক অ্যাটাকের শিকার পরীমনি

শিক্ষার্থীদের ৬ দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে : মাহফুজ আলম

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সহায়তার প্রস্তাব ভারতের

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত: শিক্ষা উপদেষ্টা