ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

এবারের বাজেট কেমন হবে, জানালেন অর্থ উপদেষ্টা

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা

এবারের বাজেট বাস্তবমুখী হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজেটের আকার বেশি বড় হবে না। তবে মানুষের আয় বাড়ানোর জন্য ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ করার চেষ্টা থাকবে।

আজ বুধবার (১৯ মার্চ) ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আগামী বাজেটটা আমরা বাস্তবমুখী করবো। প্রাইভেট সেক্টরে ব্যবসা-বাণিজ্যে যাতে প্রসার ঘটে সেই চেষ্টা আমরা করবো। ট্যাক্সের বিষয় এসেছে, সেগুলো আমরা দেখবো।

তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিশুদের শিক্ষাসহ নানান বিষয় আসছে। বাজেটের আকার অহেতুক বড় করবো না। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও খুব একটা বড় হবে না। কিন্তু আমরা কতগুলো বিষয় যেমন মূল্যস্ফীতি কমাবো, একই সঙ্গে আমরা আয় যাতে বাড়ে এবং বেসরকারি খাতে যাতে কর্মসংস্থারের প্রসার ঘটে সেটা আমরা চেষ্টা করবো।

আরও পড়ুন

সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজেটের ইম্প্যাক্টটা কী হয় সেটা আগে থেকে মাথায় রাখতে হবে। আগে তো বলা হতো এই এই করবো, কিন্তু আলটিমেটলি সেটা হতো না। আমরা ওটাই নজরে রাখবো।

মতবিনিময় সভায় অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নির্বাহীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ

 একতরফা ভালোবেসে গায়ে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আটক আ.লীগ নেতা সানা

২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৩৩৭ জন

হামালা মামলায় সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার