গাজীপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) গাজীপুর অফিসে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)
আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ভাওয়াল রাজবাড়ী এলাকার বিআরটিএ অফিসে এই অভিযান চালানো হয়।
দুর্নীতি দমন কমিশনের গাজীপুরের সহকারী পরিচালক এনামুল হক জানান, বিআরটিএ অফিসে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদক সকাল থেকেই ছদ্মবেশে কাজ করছিল। পরে বিকেলে তারা অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুনঅভিযান শেষে সহকারী পরিচালক বলেন, "সকল অভিযোগের সত্যতা মিলেছে। যে পরীক্ষার খাতায় শূন্য পেয়েছে বা পাঁচ পেয়েছে, তাদেরকেও দুর্নীতি করে পাস করিয়ে দেওয়া হয়েছে।" দালালসহ এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদক কর্মকর্তা।
মন্তব্য করুন