কালীগঞ্জে নদীতে ঝাঁপ দিয়ে শিশু নিখোঁজ
_original_1752585808.jpg)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাসলিয়া এলাকায় বন্ধুদের সঙ্গে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে নাইম ইসলাম (৮) নামে এক শিশু। গত ২৪ ঘন্টায়ও মেলেনি তার খোঁজ।
শিশু নাইম ইসলাম মাসলিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে এবং মাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সোমবার পাঁচ বন্ধুর সঙ্গে নাইম মাসলিয়া গ্রামের ব্রিজের ওপর থেকে ভৈরব নদীতে ঝাঁপ দেয়। এ সময় অন্যরা নদী থেকে উঠে গেলেও নাইম নিখোঁজ রয়েছে। খুলনা থেকে ডুবুরি দল ও স্থানীয়রা গত ২৪ ঘণ্টায় তার মরদেহ উদ্ধার করতে পারেনি। নদীতে স্রোত ও প্রচুর পরিমাণে কচুরিপানা থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
নিখোঁজ শিশুর মা চায়না বেগম জানান, শিশু নাইম ছাড়াও তার আরও একটি ছেলে আছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ছোট ছেলেকে নিয়ে বাড়িতে ঘুমিয়েছিলেন। অপরদিকে নাইম বন্ধুদের সঙ্গে ভৈরব নদীতে গোসল করতে যায়। এরপর বেলা গড়িয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুনখুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. সাইদুল ইসলাম জানান, সোমবার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু প্রচণ্ড স্রোত ও কচুরিপানার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তারপরও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চলমান আছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গোসলে নেমে শিশুটি নিখোঁজ হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে।
মন্তব্য করুন