কনসার্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র্যাপার
_original_1752571583.jpg)
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন কানাডিয়ান র্যাপার হাসান আলি। তিনি মূলত যুক্তরাজ্যের উত্তর লন্ডনে ওয়্যারলেস মঞ্চে আরেক র্যাপার বন্ধু ড্রেকের কনসার্টে গিয়েছিলেন।
ওয়্যারলেস ফেস্টিভ্যালে ড্রেকের ‘হটলাইন ব্লিং’ পরিবেশন করার কয়েক ঘণ্টা পরেই এই ঘটনাটি ঘটেছে।
মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে, ১৪ জুলাই ছুরিকাঘাতের পর রাত ১২টা ১৫ মিনিটের দিকে ফিনসবারি পার্কের কাছে স্প্রিংপার্ক ড্রাইভে ছুরিকাঘাতের খবর পায় তারা।
আরও পড়ুনএই ঘটনার কিছুক্ষণ আগেই হাসান নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, তিনি একটি ভিআইপি সেকশন থেকে ড্রেকের গান উপভোগ করছেন।
এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভিকটিমের বয়স ২০ বছর, তার পায়ে ছুরিকাঘাত করার আগে তার গাড়ি ভাঙচুর করা হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আঘাত গুরুতর নয়। ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
মন্তব্য করুন