বগুড়ায় মাদক করবারি স্বপন রাজবংশীর ১৫ বছরের কারাদণ্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে অভিযুক্ত মাদক কারবারি স্বপন কুমার রাজবংশীকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সে ঢাকার দারুস সালাম থানার গাবতলীর কোর্টবাড়ী এলাকার মৃত নরেন কুমার রাজবংশীল ছেলে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বগুড়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক মো. আনোয়ারুল হক এই মামলার রায় দেন।
উল্লেখ, র্যাব ১২ স্পেশাল কোম্পানীর বগুড়ার এসআই সাজ্জাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২০২১ সালের ১১ জুন রাত আড়াইটার দিকে বগুড়ার শহরের মাটিডালী মোড়ে নিউ এশিয়া হোটেলের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় পঞ্চগড় হতে ঢাকাগামী ঢাকা মেট্টো ট-২২-৪৩৮৭ নম্বর ট্রাক থামিয়ে চালক আসামি স্বপন কুমার রাজবংশী (৫৩)কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
এক পর্যায়ে সে ট্রাকের সিটের পিছনে কেবিন হতে ২৮ লিটার ওজনের ২৮০ বোতল মাদকদ্রব্য ভারতীয় ফেনসিডিল বের করে দেয়। র্যাব সদস্যরা ওই আসামিকে গ্রেফতারসহ ওই মাদ্রকদ্রব্য জব্দ তালিকা মুলে জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য এবং গ্রেতারকৃত আসামিকে বগুড়া সদর থানায় সোপর্দ করে। এব্যাপারে র্যাবের সদস্য এসআই সাজ্জাত হোসেন বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
আরও পড়ুনমামলাটি তদন্তশেষে বগুড়া সদর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ওই আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নং- ১ এর পিপি এড. আলী আসগার এবং আসামি পক্ষে এড. আবু খায়ের মোঃ আবু মুসা শিবলী।
মন্তব্য করুন