নিজ বাড়িতে আগুনে পুড়ে ভাইসহ শিশুশিল্পীর মৃত্যু

বিনোদন ডেস্ক : ভারতের রাজস্থানে নিজ বাসায় আগুনে পুড়ে মারা গেছে ৮ বছর বয়সী শিশু অভিনেতা বীর শর্মা ও তার ১৬ বছর বয়সী বড় ভাই শোরিয়া শর্মা। রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে কোটা শহরের একটি আবাসিক ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার রাত ২টার দিকে তাদের কোটার বাসায় আগুন লাগে। ওই সময় বীর শর্মা ও তার বড় ভাই শোরিয়া শর্মা বাসায় একা ছিল। তাদের বাবা জিতেন্দ্র শর্মা একটি ভজন অনুষ্ঠানে ছিলেন এবং মা অভিনেতা রীতা শর্মা সে সময় মুম্বাইয়ে ছিলেন। স্থানীয়রা জানান, ভোরের দিকে বাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুনবীর শর্মা সনি সাব চ্যানেলের ধারাবাহিক ‘শ্রীমাদ রামায়ন’-এ পুষ্কল চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছিল। তার ভাই শোরিয়া শর্মা একজন প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখত।
মন্তব্য করুন