বাংলাদেশে ভারত কিংবা পাকিস্তানপন্থি কোনো রাজনীতি হবে না : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারত কিংবা পাকিস্তানপন্থি কোনো রাজনীতি হবে না। আমরা বাংলাদেশপন্থি রাজনীতি করব।
তিনি আরও বলেন, একটা দল ইতিহাসের এককালে পাকিস্তানপন্থিদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে। গণঅভ্যুত্থানের পর তারা আবার মুজিববাদকে পুনর্বাসিত করছে। বাংলাদেশে কোনো মুজিববাদের ও চাঁদাবাজদের রাজনীতি হবে না।
সোমবার (১৪ জুলাই) বিকেলে সাড়ে ৫টার দিকে বরগুনা প্রেসক্লাব-সংলগ্ন সদর রোড এলাকায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা সেই তরুণ, যারা জুলাই আন্দোলনে অংশ নিয়ে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করেছিলাম। বিগত ১৬ বছর দেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল। সেই সরকার দুর্নীতি মাফিয়াতন্ত্র, গুম, মানবাধিকার হরণসহ এমন কোনো অপকর্ম নাই যা তারা করেন নাই। সেই অপকর্ম থেকে বাংলাদেশকে মুক্তি দিতে স্বৈরাচারকে মুক্তি দিতে দেশের ছাত্র-তরুণরা রাজপথে নেমে এসেছিল।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরে চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা আবারও চেপে বসেছে বাংলাদেশের ঘাড়ে। আমরা বলেছিলাম চাঁদাবাজ এবং মাফিয়াবাজ যে সিস্টেমে টিকিয়ে রাখে সেই সিস্টেমের আমরা পতন চাই। কিন্তু দেখছি, সেই সিস্টেমকে আবারও টিকিয়ে রাখছে এবং চাঁদাবাজ ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল।
আরও পড়ুনবরগুনাবাসীর উদ্দেশে তিনি বলেন, এখানকার মানুষদেরকে অনেক লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয়। দুর্যোগ, নদী ভাঙন সবকিছুকে উপেক্ষা করে বরগুনার মানুষ প্রতিনিয়ত লড়াই করে যায়। উন্নয়নের মুলা ঝুলালেও বরগুনায় উন্নয়ন আসে না। আমরা জানি, এখানে জলবায়ু দুর্যোগ রয়েছে। বরগুনায় লবণাক্ত পানি কৃষি জমির ক্ষতি করছে। সুপেও পানির অভাব তৈরি করছে।
তিনি বলেন, বঙ্গোপসাগর হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং সম্ভাবনার জায়গা। বরগুনাকে আমাদের শক্তিশালী ঘাটি হিসেবে তৈরি করতে হবে। জাতীয় নাগরিক পার্টি বরগুনার প্রতি কমিটমেন্ট রাখছে, বরগুনার প্রতিটি নদী আমাদের রক্তধারা বরগুনার জেলে মজুররা আমাদের পরম আত্মীয়। আমরা বরগুনায় পরিবেশ বান্ধব উন্নয়ন নিয়ে কাজ করতে চাই। আমরা চাই বরগুনার নদীর সমুদ্র রক্ষা হবে উপকূল সুরক্ষা হবে এবং মানুষের স্বাস্থ্য ও শিক্ষার সমস্যা দূর হবে।
বরগুনার পদযাত্রার পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনীম জারাসহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয়, জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন