নওগাঁর পত্নীতলায় ক্লি¬নিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা সদরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়েছে।
গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়ার নেতৃত্বে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকার ডক্টরস ক্লিনিক, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে ৪ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা এবং সিটি ডায়াগনস্টিক সেন্টারের আরও ৪ হাজার টাকা জরিমানাসহ উক্ত সিটি ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, আরএমও ডাক্তার আল-আমিন হোসেন, ডাক্তার নাহিদ হাসান, সেনেটারী ইন্সপেক্টর আনিসুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মিনহাজ পারভেজ সুমন, পত্নীতলা থানার পিএসআই আহসান উল হক সহ সঙ্গীয় ফোর্স।
আরও পড়ুনইতোপূর্বে নওগাঁ সিভিল সার্জন অফিসের চিঠির প্রেক্ষিতে উপজেলার সরদার ডায়াগনস্টিক সেন্টার, মাইক্রোল্যাব ডায়াগনস্টিক সেন্টার, মধইল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষণা করলেও নির্দেশনা অমান্য করে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও নজিপুর বাসস্ট্যান্ড এলাকার বাংলাদেশ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের একজন ভূয়া ডাক্তারের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ থেকে নোটিশ জারির পর থেকে অদ্যবধি ঐ ডাক্তার পলাতক রয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ্ এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে উক্ত বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার আশা ব্যক্ত করেন। উল্লেখ্য পত্নীতলায় নিবন্ধনকৃত ও নিবন্ধন প্রক্রিয়াধীন ৩৫টি এবং অনিবন্ধনকৃত ৭টি মোট ৪২টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন