ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

জয়-পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দুদকের 

জয়-পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দুদকের, ছবি: সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনকে (সিআরআই) দেওয়া দান ও অনুদান সংক্রান্ত নথি তলব করে এনবিআরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রোববার দেওয়া এ চিঠিতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। চিঠিতে বলা হয়, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আর সিআরআই ট্রাস্টি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।দুদক বলছে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ নথি জরুরি ভিত্তিতে জব্দ ও পর্যালোচনা করা প্রয়োজন। এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে সোমবারের মধ্যে জব্দ তালিকা অনুযায়ী তথ্য সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

দুদক জানিয়েছে, অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মনিরুল ইসলামকে প্রধান করে সাত সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস এম রাশেদুল হাসান, এ কে এম মুর্তজা আলী সাগর, মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।গত মার্চে হাসিনাকন্যা পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের জন্য ৩৩ কোটি টাকার তহবিল সংগ্রহ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ বাগিয়ে নিতে ‘রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়মবহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়ার’ অভিযোগে এ দুটি মামলা করা হয়। এর আগে গত জানুয়ারিতে ‘তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার’ করে পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে পুতুল ও জয়ের বিরুদ্ধে মামলা করে দুদক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীসহ হানিফের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া’

নাটোর বাইপাসে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৮

ধ্বংসের দ্বারপ্রান্তে চারঘাটের ঐতিহ্যবাহী তাঁতশিল্প

যে সন্দেশে লেগে আছে ৬০ বছরের স্বাদ | Dhunat Bogura News | Daily Karatoa

পাবনার ভাঙ্গুড়ায় অর্থাভাবে শিশু সাজ্জাদের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে যাচ্ছে