‘অনুতপ্ত’তে দিনার-দীপা’র ছেলের চরিত্রে পার্থ
_original_1752417583.jpg)
অভি মঈনুদ্দীন ঃ ইন্তেখাব দিনার, বাংলাদেশের নাটক সিনেমার একজন ভার্সেটাইল অভিনেতা। বিজ্ঞাপনেও মডেল হিসেবে তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। আবার শত শত বিজ্ঞাপনে ভয়েজ ওভারও দিয়েছেন তিনি। ইন্তেখাব দিনার এই সময়ে এসে যেন একজন জাত অভিনেতায় পরিণত হয়েছেন। নিজেকে একের পর একে নাটকে, ওয়েব সিরিজে, ওয়েব ফিল্মে ভাঙ্গছেন। প্রত্যেকটা কাজেই নতুন করে নিজেকে উপস্থাপন করে চমকে দিচ্ছেন। তার প্রতি দর্শকের প্রত্যাশাও যেন দিন দিন বেড়েই চলেছে।
বলা যায় প্রায় একই সময়ে মিডিয়াতে যাত্রা শুরু হয় দীপা খন্দকারেরও। দীপা খন্দকারও এখন পরিপূর্ণ একজন অভিনেত্রী। দীপাও নিজেকে এখন প্রতিটি কাজে নিজেকে ভাঙ্গছেন। দীপা এখন যে সময়টাতে এসে পৌঁছেছেন সে সময়টাতে নিজেকে প্রমাণের কিছু নেই হলেও তারপরও অভিনয় নিয়ে তিনি তৃপ্ত নন। তিনি নিজেকে আরো অনেক চ্যালেঞ্জিং চরিত্রে দেখতে চান। প্রতিনিয়ত নতুন নতুন কাজে নিজেকে নতুনভাবে আবিস্কার করতে চান।
‘অনুতপ্ত’ ঠিক তেমনি একটি নাটক যেখানে ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার দুর্দান্ত অভিনয় করেছেন। তারা দু’জন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। আর তাদের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের আলোচিত অভিনেতা পার্থ শেখ। অনুতপ্ত’ নাটকটি রচনা করেছেন পরিচালক নিজেই।
পরিচালকের ভাষ্যমতে, ‘অনুতপ্ত’ একটি পারিবারিক গল্পের নাটক। আমাদের সমাজে ঘটে যাওয়া ঘটনাই নতুন করে তুলে ধরা হয়েছে। নাটকটিতে আরো অভিনয় করেছেন শিবা সানু, মালাইকা চৌধুরী প্রমুখ। ‘দেনা পাওনা’ নামক একটি ধারাবাহিক নির্মাণ করে এই মুহুর্তে পরিচালক হিসেবে বেশ আলোচনায় রয়েছেন কে এম সোহাগ রানা। তার গুরু মোহাম্মদ মোস্তফা কামাল রাজের সাহসে এবং অনুপ্রেরণাতেই নির্মাতা হিসেবে তার আগামীর পথে এগিয়ে চলা।
‘দেনা পাওনা’ ধারাবাহিকটি ‘সিনেমাওয়ালা এন্টারটেইনম্যান্ট’ চ্যানেলে প্রচার হচ্ছে। একই চ্যানেলে শিগগিরই প্রচারে আসবে ‘অনুতপ্ত’ নাটকটিও। এরইমধ্যে এই নাটক নিয়ে দর্শকের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।
নির্মাতা কে এম সোহাগ রানা বলেন,‘ অনুতপ্ত নিয়ে এরইমধ্যে সবার মাঝে এক ধরনের প্রত্যাশা তৈরী হয়েছে। আমরা খুব পজিটিভি একটা আবহ পাচ্ছি। যা মনে মনে প্রত্যাশা করেছিলাম। এই নাটকের গল্পটা যদিও সমসাময়িক, কিন্তু তারপরেও দর্শকের ভালোলাগবে। কারণ আমরা ফেসবুকে অনুতপ্তকে ঘিরে একটু একটু করে সাড়া পেতে শুরু করেছি। নাটকটি প্রচারের পর আশা রাখছি দর্শক তা মন দিয়ে উপভোগ করবেন।’
আরও পড়ুনদীপা খন্দকার বলেন,‘ পারিবারিক গল্পে কাজ করতে সবসময়ই আমার ভালোলাগে। কারণ এই ধরনের গল্পের নাটক পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে উপভোগ করা যায়। কে এম সোহাগ রানা ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে। আশা করছি ভালোলাগবে সবার।’
ইন্তেখাব দিনার বলেন,‘ পার্থ এই সময়ের নতুনদের মধ্যে বেশ ভালো করছে। দীপার সঙ্গে অভিনয় করতে সবসময়ই ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। সবমিলিয়ে আমি এই গল্পে নতুন আমাকে খুঁজে পেয়েছি। যে কারণেই মনে হচ্ছে যে এই নাটকটি দর্শকের মাঝে সাড়া ফেলবে।’
পার্থ শেখ বলেন,‘আমি শুধু এতোটুকুই বলবো, নাটকটিতে কাজ করে আমি ভীষণ উচ্ছ্বসিত। অধীর আগ্রহে অপেক্ষা করছি নাটকটি প্রচারের। দিনার ভাই ও দীপা আপার সন্তানের চরিত্রে কাজ করে ভীষণ ভালোলেগেছে। ’
পরিচালক জানান, অনুতপ্ত-এই মাসেই প্রচারে আসবে।
মন্তব্য করুন