ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বগুড়ার সোনাতলায় জোর করে জমি দখলের অভিযোগ

বগুড়ার সোনাতলায় জোর করে জমি দখলের অভিযোগ। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার পল্লীতে এক গরু ব্যবসায়ীর জমি দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামের মৃত ছালেবর আকন্দের ছেলে আব্দুল বাকী পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণ করে গরু পালন করে আসছে।

আজ শুক্রবার (১১ জুলাই) আকস্মিক তাদের প্রতিপক্ষ একই গ্রামের মৃত ছারোয়ার হোসেন আকন্দের ছেলে তাহেরুল ইসলাম (৪৮) ও জাকিরুল ইসলাম (৪০) আব্দুল বাকী মন্ডলের জমির উপর থেকে গোয়াল ঘর ও অন্যান্য স্থাপনা ভেঙ্গে দিয়ে জোরপূর্বক ঘর নির্মাণ করেছে।

আরও পড়ুন

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদু নবী বলেন, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রতিপক্ষের তাহেরুল ইসলাম বলেন, পৈত্রিক সূত্রে জমিটি তাদের। তাই ওর ঘর ভেঙ্গে দিয়ে আমরা ঘর নির্মাণ করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা শঙ্কা থাকলে ভারতে দল পাঠাবে না পাকিস্তান

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী নারীর

গাইবান্ধার সাদুল্লাপুরে ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর