ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

আজ  মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ

ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতায় সম্ভাব্য কারা

ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতায় সম্ভাব্য কারা, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে জমে উঠেছে মনোনয়নপত্র নেওয়ার প্রতিযোগিতা।আজ শেষ হবে মনোনয়ন সংগ্রহের সময়সীমা।

এখন পর্যন্ত মোট ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। ধারণা করা হচ্ছে, শেষ দিনে এই সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে। এর মধ্যে ভিপি পদে ১৯ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন মনোনয়ন নিয়েছেন।

সূত্র বলছে, এবারের নির্বাচনে ছাত্রদল, শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বাম সংগঠন ছাড়াও আরও দু-তিনটি স্বতন্ত্র প্যানেল অংশ নিতে পারে। ইতোমধ্যে কেবল ইসলামী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। অন্যরা শিগগিরই তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে।

সম্ভাব্য প্যানেলসমূহ:

ছাত্রদল: ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম এগিয়ে আছেন আলোচনায়।

শিবির:  ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস. এম. ফরহাদ, এজিএস পদে মহিউদ্দিন খান লড়তে পারেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ : ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার এবং এজিএস পদে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে নিয়ে সম্ভাব্য প্যানেল গঠিত হতে পারে।

আরও পড়ুন

বামজোট : ভিপি পদে মেঘমল্লার বসু (ছাত্র ইউনিয়ন সভাপতি), জিএস পদে মোজাম্মেল হক (সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আহ্বায়ক) এবং এজিএস পদে জাবির আহমেদ জুবেল (বিপ্লবী ছাত্রমৈত্রী) আলোচনায় আছেন।

ছাত্র অধিকার পরিষদ : ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা নিশ্চিত হলেও জিএস ও এজিএস পদে রাকিবুল ইসলাম ও সাবিনা ইয়াসমিনের নাম আলোচনায় রয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন (ঘোষিত প্যানেল) : ভিপি পদে ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

স্বতন্ত্র প্যানেল:

জামালুদ্দীন মোহাম্মদ খালিদ (ভিপি) ও মাহিন সরকার (জিএস)।
* উমামা ফাতেমা (ভিপি) ও মহিউদ্দিন মুজাহিদ মাহি (জিএস)। আইন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান জিম (জিএস), জুলিয়াস সিজার তালুকদার ও শামীম হোসেন (ভিপি), এবং আরাফাত চৌধুরী (এজিএস) প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।এছাড়া সবাইকে অবাক করে দিয়ে প্রথম বর্ষের মুদাব্বির চৌধুরী ভিপি পদে লড়বেন বলে নিশ্চিত করেছেন।

নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে ইতোমধ্যে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীদের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি ছাত্ররাজনীতির নানা শিবিরে চলছে প্রার্থী বাছাইয়ের হিসাব-নিকাশ। শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, তা স্পষ্ট হবে মনোনয়ন যাচাই-বাছাই শেষে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলআবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ ,বিক্ষোভ করছেন চাকরিচ্যুত শিক্ষকরা

আর্সেনালের কাছে প্রথম ম্যাচেই হার ম্যানইউ’র

গাজায় একদিনে অনাহারে ৭ জনসহ আরও ৪৭ জনকে হত্যা

কুষ্টিয়ায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

উমামা ফাতেমার স্বতন্ত্র প্যানেলের ঘোষণা আগামীকাল